বাউফলে পৃথক ভাবে বিজয় দিবস পালিত

বাউফলে পৃথক ভাবে বিজয় দিবস পালিত

এম অহিদুজ্জামান ডিউক,  বাউফল:
পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস-২০১৯ পৃথক ভাবে পালন করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন স্বাধীনতা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রদর্শনী করে। উপজেলা নিবার্হী অফিসার পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে থানা পুলিশ, আনসার বিডিপি, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, জাতীয় পার্টি, এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সদস্যরা অংশ গ্রহন করে। অপরদিকে সকাল ৯টায় বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে পৌর ভবন মিলনায়তনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতা শেষে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও বঙ্গবন্ধুর লেখা বই উপহার দেয়া হয়।